বিসিবির ঈদ বোনাস পাচ্ছেন ১৬শ ক্রিকেটার

image-152767-1589893624

মহামারি করোনা ভাইরাসের কারণে থমকে গেছে পুরো ক্রীড়াঙ্গন। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছে ক্রিকেট। এমন অবস্থায় সব ক্রীড়াবিদরাই ঘরে বসে অলস সময় কাটাচ্ছেন। তাই এ দুঃসময়ে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

ঈদ মানেই মুসলমানদের কাছে বাড়তি আনন্দ। কিন্তু যেকোন বারের চেয়ে এবারে ঈদটা একটু অন্য রকম। করোনার কারণে ঈদের সব আনন্দই বিলীন হয়ে গেছে। আর মাত্র কয়েকটা দিন পরেই ঈদুল ফিতর। সেই কথা মাথায় রেখে চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদেরও এবার স্মরণ করেছে বিসিবি। নারী ক্রিকেটার ছাড়াও প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগের ৭৬ ক্লাবে খেলা ১৬০০ ক্রিকেটারকে বোনাস দিচ্ছে তারা।

সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৫ হাজার টাকা করে দেয়া হচ্ছে তাদের। এর আগে এসব ক্লাবের অফিস স্টাফদের খাদ্য সহায়তা দেয় বোর্ড। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, আমরা আগেও চুক্তির বাইরে থাকা ক্রিকেটারদের আর্থিক সহায়তা দিয়েছি। সেই ধারাবাহিকতায় এবার ঈদের আগেই সবার কাছে তা পৌঁছানোর ব্যবস্থা করছি।

এ তালিকায় রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের ১২, প্রথম ও দ্বিতীয় বিভাগের ২০টি করে ৪০, তৃতীয় বিভাগের ২৪ ক্লাব। শিগগির রোজার ঈদের ভাতা পেয়ে যাবেন এ মোট ৭৬ ক্লাবে খেলা খেলোয়াড়রা।

Pin It