পরিস্থিতি ঠিক থাকলে এই জুলাই মাসেই টেস্ট খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতিতে সেটা সম্ভব হচ্ছে না, এটা মোটামুটি বোঝা যাচ্ছে। তারপরও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো গ্রহণ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ অবস্থায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সঙ্গে আলোচনায় বসেছিলেন দেশের শীর্ষ কিছু ক্রিকেটার। তারা কোনো রকম প্রস্তুতি ছাড়া শ্রীলঙ্কায় খেলতে যাওয়ার ব্যাপারে আপত্তি জানিয়েছেন বলেই কোয়াব জানিয়েছে।
কোয়াব মূলত দুটি ব্যাপার নিয়ে গতকাল ক্রিকেটারদের সঙ্গে আলাপ করেছে—জাতীয় দলের শ্রীলঙ্কা সফর ও ঢাকা প্রিমিয়ার লিগ। দুটো ব্যাপারেই আরো অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে তারা। তেমনটাই জানালেন কোয়াবের সদস্য সচিব দেবব্রত পাল। গতকাল এই ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত সভায় কোয়াব সভাপতি নাঈমুর রহমান দুর্জয়, সহসভাপতি খালেদ মাহমুদ সুজন, সদস্য সচিব দেবব্রত পাল, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, তুষার ইমরান, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম অমি, এনামুল হক জুনিয়র, শাহরিয়ার নাফীস, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব ও নাইম শেখ অংশ নেন।
দেবব্রত পাল বললেন, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড়রা কোনো অনুশীলন ছাড়া এতো গুরুত্বপূর্ণ একটা সিরিজ খেলতে চাচ্ছেন না, ‘দেখুন শ্রীলঙ্কায় খেলাটা ওয়ানডে বা টি-টোয়েন্টি নয়; টেস্ট। সেটা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফলে প্রস্তুতি ছাড়া সেখানে খেলতে নামাটা একটা কঠিন ব্যাপার। খেলোয়াড়রা তো লম্বা সময় ধরে ঘরে আটকে আছে। এখনো তারা অনুশীলনে নামতে পারেনি। ফলে এই অবস্থায় টেস্ট খেলতে নেমে পড়াটা কঠিন।’
তারপরও দেবব্রত বললেন, তারা ব্যাপারটা সরকার ও বোর্ডের হাতে ছেড়ে দিয়েছেন। তারা আলাপ করে সঠিক সিদ্ধান্ত নেবেন বলে তিনি মনে করেন, ‘আমরা বলেছি যে, সব স্বাস্থ্য বিধি অনুসরণ করে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিক বোর্ড।’
এ ছাড়া আলোচনায় ছিল ঢাকা প্রিমিয়ার লিগ। এখনো দেশে করোনা সংক্রমণের যে অবস্থা, তাতে এখনই লিগ মাঠে গড়ানোর অবস্থা নেই, এটা বুঝেই অপেক্ষা করবে কোয়াব। দেবব্রত বলেছেন, ‘এখনো তো খেলা মাঠে গড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়নি। আমরা তাই অপেক্ষা করতে চাই। আশা করি, পরিস্থিতি ভালো হয়ে যাবে।’
তবে দেবব্রত বলছিলেন, ঢাকা লিগ মাঠে গড়াতেই হবে। সেটা যখনই হোক, এই লিগ না হওয়ার সুযোগ দেখেন না তিনি, ‘আমাদের ক্রিকেটের স্বার্থেই প্রিমিয়ার লিগ হতে হবে। পরিস্থিতি ভালো হলেই সেটা মাঠে গড়াতে হবে। এটা হওয়ার কোনো বিকল্প নেই।’