লেগানেসের বিরুদ্ধে দুর্দান্ত জয় পেল বার্সেলোনা

100054_bangladesh_pratidin_messi

লা লিগার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার মিশনে মাঠে নেমে লেগানেসের বিরুদ্ধে ০-২ গোলের জয় পেয়েছে মেসির বার্সেলোনা। মেসি নিজে করেছেন এক গোল অন্য গোল করেন দলের কণিষ্ঠতম খেলোয়াড় আনসু ফাতি।

মঙ্গলবার রাতে লেগানেসের বিরুদ্ধে নিজেদের মাঠে ৪২ মিনিটের মাথায় আনসু ফাতির গোল। জটলার মধ্যে জুনিয়র ফিরপোর বাড়ানো বল ধরে মাটিতে গড়ানো শটে জালের ঠিকানা খুঁজে নেন ফাতি। এর আগে অবশ্য বেশ কয়েকবার বার্সার রক্ষণে ভীতি ছড়িয়েছিল লেগানেস।

ম্যাচের ৬৩ মিনিটে বল জালে জড়ান ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্তনিও গ্রিজম্যান। কিন্তু তাকে বলের জোগান দেয়া নেলসন সেমেদু অফসাইডে থাকা ভিএআরের মাধ্যমে বাতিল হয়ে যায় সেই গোল। তবে এর ছয় মিনিট পর রীতিমতো উপহারই পায় বার্সেলোনা।

খেলার ধারার বিপরীতে নিজেদের ডি-বক্সের মধ্যে মেসিকে ফাউল করে বসেন লেগানেস মিডফিল্ডার রুবেন পেরেজ। রেফারি বাজান পেনাল্টি বাঁশি। স্পটকিক থেকে দলের জয় নিশ্চিত করেন বার্সা অধিনায়ক লিওনেল মেসি।

চলতি লা লিগায় মেসির এটি ২১তম গোল। সর্বোচ্চ গোলদাতার দৌড়ে বেশ এগিয়েই রয়েছেন তিনি। এছাড়া পেশাদার ক্যারিয়ারে মেসির এটি ৬৯৯তম গোল এবং বার্সার ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৪৯৯তম গোল।

লিগের ২৯ ম্যাচ শেষে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। টেবিলের একদম নিচে থাকা লেগানেসের সংগ্রহ ২৯ ম্যাচে ২৩ পয়েন্ট।

Pin It