অবসরের সিদ্ধান্ত পাল্টালেন সাকিব

image-161098-1593015495

সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞায় পড়ার পর নিজের অবসর ভাবনায় পরিবর্তন এনেছেন সাকিব আল হাসান। ইংল্যান্ড বিশ্বকাপে নিজের অতিমানবীয় পারফরম্যান্সও অবসর সম্পর্কে ধারণা বদলেছে সাকিবের। বিশেষ করে নিজের ভক্তদের উদ্দেশে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা বিশ্বসেরা এই অলরাউন্ডারের।

সম্প্রতি ক্রিকবাজে হার্শা ভোগলের কাছে দেয়া সাক্ষাৎকারে সাকিব বলেন, ‘আমি মনে করি আরও কিছু বছর বাকি আছে আমার। এই এক বছর (নিষেধাজ্ঞার) আমার প্রত্যাশা অনেক বাড়িয়ে দিয়েছে যে আরও লম্বা সময় আমি খেলতে পারব।

পরিবার ও অন্য সবকিছু মিলিয়ে একটা সময় আমি ভেবেছিলাম, হয়ত আর বছর দুয়েক খেলব। কিন্তু এক বছরের নিষেধাজ্ঞার পর এবং বিশ্বকাপে যেমন খেলেছি, তারপর আমার মনে হচ্ছে, আমি আরও বেশিদিন খেলতে পারি।’

জুয়াড়ির কাছ থেকে তথ্য গোপন করায় গত বছরের অক্টোবরে দুই বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। এর মধ্যে আছে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞা।সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হবে তাঁর। ফর্ম এবং ফিটনেস ঠিক থাকলে অন্তত তিন বছর খেলে যেতে চান তিনি।

সাকিব আরও বলেন, ‘আমি ভাবছি, অন্তত আরও তিন থেকে পাঁচ বছর যেতে পারি। তবে সবকিছুই নির্ভর করছে পারফরম্যান্স ও ফিটনেসের ওপর। এই দুটিই গুরুত্বপূর্ণ। তবে যতদিন উপভোগ করছি, খেলে যাব। এই সময় ও এই পরিস্থিতি আমার ভাবনা পুরোপুরি বদলে দিয়েছে।

আগে আমি দেশের জন্য, আমার নিজের জন্য, পরিবারের জন্য খেলতাম। এখন একটি কথাই ভাবি, সমর্থকদের প্রতিদান কীভাবে দেব। গত ১২-১৫ বছর যে মানুষগুলো আমাকে সমর্থন দিয়ে আসছেন এবং আমার এই কান্ডে তারা যেভাবে হতাশ হয়েছে, কীভাবে তাদের প্রতিদান দিতে পারি।’

Pin It