তুরস্কে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৭

image-167154-1594881684

তুরস্কের পূর্বাঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে দেশটির সাত নিরাপত্তা কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার তুরস্কের পূর্বাঞ্চলীয় ভেন প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আন্দালু এ তথ্য জানায়।

জানা যায়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বান ফেরিত মেলান বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করেছিল। রাত ১০টা ৩২ মিনিটে বিমানটির সঙ্গে শেষবারের মতো যোগাযোগ করা সম্ভব হয়। এর ১৩ মিনিট পর থেকেই বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এদিকে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু বলেন, বিমানটি দুই হাজার ২শ ফুট (৬৭০ মিটার) উচ্চতার একটি পর্বতে বিধ্বস্ত হয়েছে। ওই দুর্ঘটনায় বিমানের দুই পাইলটও নিহত হয়েছেন। কী কারণে ওই ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

প্রাদেশিক গভর্নর মেহমেত আমিন বিলমেজ নিহত সাত বীরের প্রতি শ্রদ্ধা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও জানান তিনি।

Pin It