স্বাস্থ্য পরীক্ষার জন্য সৌদি বাদশা হাসপাতালে ভর্তি

saudi-king-salman-200720-09

সৌদি আরবের ৮৪ বছর বয়সী বাদশা সালমান বিন আব্দুলআজিজকে মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাকে রাজধানী রিয়াদের কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা (এসপিএ) সোমবার ভোররাতে জানিয়েছে।

পিত্তাশয়ের (গলব্লাডার) প্রদাহের কারণে তাকে হাসপাতালে নেওয়া হয় বলে জানিয়েছে এসপিএ। এ বিষয়ে আর বিস্তারিত কিছু জানায়নি তারা।

সালমান ২০১৫ সাল থেকে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারী দেশ সৌদি আরবের বাদশা হিসেবে দেশ শাসন করছেন। এর আগে ২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি সময় ধরে তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদ অঞ্চলের গভর্নর ছিলেন।

বাদশা সালমানের ৩৪ বছর বয়সী পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমানই মূলত সৌদি আরবের শাসক হিসেবে দায়িত্বপালন করছেন। তিনি দেশটির অর্থনীতিকে এর তেল নির্ভরতা থেকে সরিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন।

ইসলাম ধর্মের উৎসভূমি এই দেশটি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Pin It