মুন্সিগঞ্জের পদ্মাসেতুর কন্সট্রাকশন ইয়ার্ডে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে সেতুর ৩০-৪০ স্ল্যাব, রেলওয়ে গার্ডার ১৫-২০টি, ১০-২০টির মতো পাইপ ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত হচ্ছে মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ডের সীমানা প্রাচীর।
শুক্রবার (৩১ জুলাই) দুপুর থেকে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় এই আকস্মিক ভাঙন দেখা দেয়।
পদ্মাসেতু কর্তৃপক্ষ জানায়, বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রায় ৪ বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানি ও সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের উপস্থিতিতে এসব সম্পদ রক্ষায় জরুরিভাবে ক্রেন এনে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। উল্টো ভাঙনের তীব্রতা এতোই বেশি যে ক্রেনগুলোও পদ্মায় বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত সরিয়ে নেওয়া হয়। সবার চোখের সামনেই তলিয়ে যাচ্ছে ইয়ার্ডের সংরক্ষিত পদ্মাসেতুর উপকরণ। ভাঙন ঝুঁকিতে নদী তীরবর্তী গ্রামগুলোর মানুষজন।