অসহায় মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি

image-171686-1596274459

অসহায় মানুষ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে দিকে সকলকে খেয়াল রাখতে বলেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার ঈদুল আজহার সকালে বঙ্গভবন থেকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন জেলায় বানবাসী মানুষ পানিবন্দি অবস্থায় দিনাতিপাত করছে। সরকার এসব মানুষের জন্য খাদ্য ও নগদ আর্থিক সহায়তাসহ সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বন্যার্ত মানুষরাও যাতে ঈদের আনন্দে শরিক হতে পারে সে জন্য দলমত নির্বিশেষে সকলকে কাজ করতে হবে।

করোনা মহামারির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, এ বছর এমন একটা সময়ে ঈদুল আজহা হচ্ছে যখন মহামারির ছোবলে বিশ্ববাসী বিপর্যস্ত। বিশ্বের বিভিন্ন স্থানে কর্মহীন হয়ে অনেক মানুষ মানবেতর জীবন-যাপন করছে।

তিনি বলেন, এসব মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আমরা যেন মানবিকতাকে ভুলে না যাই।

Pin It