বাংলাদেশ টেলিভিশনের এক সময়ের জনপ্রিয় প্রযোজক ও টিভি ব্যক্তিত্ব মোহাম্মদ বরকতুল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
সোমবার সকালে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
তিনি অভিনেত্রী বিজরী বরকতুল্লাহর বাবা। তার স্ত্রী নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ। এছাড়া কাজরী নামে তার আরেক মেয়ে রয়েছে।
বিজরী বরকতুল্লাহ ফেসবুক স্ট্যাটাসে তার বাবার করোনা পজিটিভ হওয়ার সংবাদটি জানান।
এর আগে বরকতুল্লাহর শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতে তাকে গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি।
বাংলাদেশ টেলিভিশনের অসংখ্য জনপ্রিয় নাটকের নির্মাতা মোহাম্মদ বরকতুল্লাহ।
তার নির্মিত জনপ্রিয় নাটকের মধ্যে আছে- ‘সকাল-সন্ধ্যা’, ‘ঢাকায় থাকি, ‘কোথাও কেউ নেই’।