বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে ১ হাজার ৮০০ টন গম বোঝাই ‘এমভি আখতার বানু’ নামের একটি জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাহাজটির ১৩ জন নাবিকেরও খোঁজ মেলেনি।
শনিবার (১৫ আগস্ট) সকাল আটটার দিকে হাতিয়ার ভাসানচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে আমদানি করা গম খালাস করে নারায়ণগঞ্জ যাচ্ছিলো।
জাহাজটির কার্গো এজেন্ট লিটমন্ড শিপিংয়ের অপারেশন ম্যানেজার জাহিদ হোসেন জানান, ডুবে যাওয়া জাহাজটিতে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আবুুল খায়ের গ্রুপের আনুমানিক ১ হাজার ৮০০ টন গম ছিল। রাত পর্যন্ত জাহাজটির নাবিকদের কোনো খোঁজ মেলেনি।
তিনি জানান, জাহাজটির স্থানীয় এজেন্ট মাঝিরঘাটের শাহ আমানত শিপিং দুর্ঘটনার খবর পেয়ে দুইটি লাইটার পাঠিয়েছিলো নাবিকদের উদ্ধারের জন্য। কিন্তু কাউকে পাওয়া যায়নি।
বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি ও নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মো. নবী আলম বলেন, নিখোঁজ নাবিকদের উদ্ধারে কোস্ট গার্ডকে সহায়তার জন্য আহ্বান জানিয়েছি।