যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশে পাই তা অন্য কোথাও নেই: রিভা গাঙ্গুলি

image-181846-1599757159

বাংলাদেশের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এখানে যে আতিথেয়তা পাওয়া যায়, তা অন্য কোথাও পাওয়া যায় না বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিদায় অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় এই হাইকমিশনার।

তিনি বলেন, ‘আমি গত বছরের মার্চ মাসে এসেছি। আমাদের একটা অনেক ক্লোজ রিলেশনশিপ বাংলাদেশের সঙ্গে হয়ে যায়। আমি সবসময় বলি, আমরা যে হসপিটালিটি, যে বন্ধন, যে ফ্রেন্ডশিপটা এই দেশে পাই সেটা পৃথিবীর কোনো জায়গায় পাওয়া যায় না। এটা সত্যিকারের ভালবাসার লড়াই। একেবারে অতুলনীয়, যেটা আপনারা আমাদের দেন।’

সাংবাদিকদের উদ্দেশে রিভা গাঙ্গুলি বলেন, ‘অনেক সময় আপনাদের স্টরিগুলোর সঙ্গে আমাদের ভিন্ন মত থাকে। এটা ভুল, ওটা ভুল কোট হয়েছে ইত্যাদি। দ্যাট ইস দ্যা পার্ট অফ দ্যা রিলেশনশিপ। সেটাই আমাদের ক্লোজনেস, সেটাই আমাদের ক্লোজ রিলেশনশিপ দেখায়।’

করোনা মহামারির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এখন ভালো সময়ের মধ্যেই নেই আমরা। তবে খুব লাকি অ্যান্ড ভেরি ইম্পরট্যান্ট যে, একটা সময় আমি এখানে এসেছি, নতুন সরকার এসেছে আমাদের দেশে। এখানে, অনেক কিছু করার অপরচুনিটি পেয়েছি। গত বছর অনেক কিছু হয়েছে। প্রধানমন্ত্রী দুইবার ভারতে গিয়েছেন।’

ভারতীয় হাইকমিশনার আরো বলেন, ‘আমরা খুব এক্সাইটেড ছিলাম যে, মুজিব বর্ষে আমরা অনেক কিছু এক সঙ্গে করবো। আনফরচুনেটলি, কিন্তু আমরা এই লিমিটেড ওয়ের মধ্যেও একটা গুড গিফটিং সিরেমনি করেছি ১০০টা কলেজ-ইউনিভার্সিটিকে। বঙ্গবন্ধুর উপর একটা কবিতার প্রোগ্রাম করেছি। আগামীতে আরো প্রোগ্রাম করবো।’

এসময় তিনি বাংলাদেশ-ভারতের মধ্যে রেল কন্টেইনারে পণ্য পরিবহনের কথা বলেন। এছাড়া নদী পথে ভারতের ত্রিপুরায় বাংলাদেশি পণ্য যাওয়ার কথাও বলেন। ত্রিপুরায় বাংলাদেশ থেকে প্রিমিয়ার সিমেন্টের একটি চালান যায়। এসবের মাধ্যমে তিনি বাংলাদেশ-ভারতের মধ্যে বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত দেন।

বাংলাদেশের মানুষের ভালোবাসা ও তাদের স্মরণ করার কথা উল্লেখ করে বিদায়ী এই হাইকমিশনার বলেন, ‘কোভিডের মধ্যে অনেক রেস্ট্রিকশন ছিলো। ফিজিক্যাললি মুভমেন্ট, কোথাও যাওয়া-আসায়। তারপরেও আমরা সবাই বাড়িতে বসেই কাজ করেছি। অনেক রকমের ডেভেলপমেন্ট হয়েছে। আপনারা অনেকেই বলছিলেন আমাকে মিস করবেন, আমিও আপনাদের সবাইকে মিস করবো।’

Pin It