ঘুমের মধ্যেই চিরঘুমে জেমস বন্ডের শন কনারি

image-195166-1604152775

জেমস বন্ডখ্যাত ও অস্কার বিজয়ী অভিনেতা স্যার শন কনারি মারা গেছেন। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বাহামা দ্বীপে অবস্থানকালে ঘুমের মধ্যেই তিনি না ফেরার দেশে চলে যান বলে তার ছেলে জানিয়েছেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৯০ বছর। বন্ড সিরিজের প্রথম অভিনেতা ছিলেন তিনি।

শন কনারির ছেলে জেসন কনারি বলেন, ‘বাহামাতে থাকাকালীন তার বাবা কিছুটা অসুস্থ ছিলেন।’

তিনি আরো বলেন, ‘যারা আমার বাবাকে জানতেন এবং তাকে ভালোবাসেন তাদের জন্য আজ একটি দুঃখের দিন। এটা সারা বিশ্বের মানুষের জন্য দুঃখজনক।’

জেমস বন্ডের চিত্রায়নের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন শন কনারি। তিনি জেমস বন্ডের প্রথম এবং গুপ্তচর থ্রিলারের মধ্যে সাতটিতেই ছিলেন।

শন কনারির অভিনয়ের ক্যারিয়ার পাঁচ দশক জুড়ে। ‘দ্য আনটাচেবলস’ চলচ্চিত্রে একজন আইরিশ পুলিশের ভূমিকায় অভিনয়ের জন্য ১৯৮৮ সালে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছিলেন।

অস্কার ছাড়াও অভিনয় জীবনে দুটি বাফটা আর তিনটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি। ২০০০ সালে ইংল্যান্ডের রানির কাছ থেকে নাইট উপাধি পান।

Pin It