তাহলে কী আবারো মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প !

image-196253-1604492648

শেষ খবর পাওয়া পর্যন্ত পপুলার ভোটের পাশাপাশি ইলেকটোরাল ভোটেও এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। এরপরও মার্কিন সিংহাসনে রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই থাকছেন বলে ধারণা করা হচ্ছে। কিন্তু কিভাবে তা হবে !

শেষ খবর পাওয়া পর্যন্ত, ২৩৮ ইলেকটোরাল ভোট পেয়েছেন বাইডেন, অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ২১৩ ইলেকটোরাল ভোট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পেতে হবে ২৭০ ইলেকটোরাল ভোট। মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে ৪৫১ টির ফলাফল ঘোষণা হয়েছে। এখনও বাকী রয়েছে ৮৭ ইলেকটোরাল ভোট।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যমতে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়াসহ এখনও অন্তত সাতটি অঙ্গরাজ্যের ফলাফল আসতে বাকি। সেগুলোর মধ্যে অন্তত পাঁচটিতেই জনপ্রিয় রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। দুইটিতে এগিয়ে জো বাইডেন। এ দু’টি অঙ্গরাজ্যের মধ্যে একটি নেভাদা ও অপরটি উইসকনসিন। আর এ দুই অজ্ঞরাজ্যে ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৭ টি।

বিশ্লেষকরা বলছেন, অবশিষ্ট ৮৭টি ভোটের মধ্যে পাঁচ অজ্ঞরাজ্যের ৭০টি ইলেকটোরাল ভোট গিয়ে পড়বে ট্রাম্পের ঝুড়িতে। এতেই পরাজিত হতে পারেন শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে বেশ বড় ব্যবধানে এগিয়ে থাকা বাইডেন। কারণ বাইডেনের এগিয়ে থাকা ফলে এসব ভোট পেলে বাইডেনের মোট ভোট সংখ্যা দাঁড়াবে ২৫৪টি।

আরও পড়ুন: চলছে মার্কিন নির্বাচনের ভোট গণনা: বাইডেন ২৩৮, ট্রাম্প ২১৩

ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন পেনসিলভানিয়া, মিশিগান, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া ও আলাস্কায়। এ পাঁচটি অঙ্গরাজ্যে ট্রাম্প জিতলে তার ইলেকটোরাল ভোট হবে মোট ২৮৩টি। অর্থাৎ নির্বাচনে জিততে প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোট সহজেই ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছেন ট্রাম্প।

Pin It