প্রাকৃতিক উপায়ে গোলাপি ঠোঁট

lips

মনের মতো রং ব্যবহার করে ঠোঁট রাঙিয়ে নেওয়া যায়। তবে প্রাকৃতিকভাবে গোলাপি ঠোঁট পাওয়া সবার হয়ে ওঠে না।

রুপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে গোলাপি ঠোঁট পাওয়ার প্রাকৃতিক উপায় সম্পর্কে জানানো হল।

নারিকেল তেল ও চিনি ব্যবহার: ঠোঁট স্ক্রাব করার এটা সবচেয়ে সহজ উপায়। নারিকেল তেল ও চিনি মিশিয়ে পেস্ট তৈরি করে ঠোঁট স্ক্রাব করুন। চিনি মৃত কোষ দূর করবে ও নারিকেল তেল আর্দ্রতা বজায় রাখবে এবং ধীরে ধীরে ঠোঁটে গোলাপিভাব ফুটে উঠবে।

টুথব্রাশ দিয়ে ঠোঁট স্ক্রাব করা: টুথব্রাশ দিয়ে ঠোঁট স্ক্রাব করা বেশ উপকারী। প্রতিদিন সকালে দাঁত ব্রাশ করার পাশাপাশি ঠোঁটও আলতোভাবে ব্রাশ করে নিন। এতে ঠোঁটের মৃত কোষ দূর হবে ও সতেজভাব বজায় থাকবে।

বিটরুট ও ডালিম ব্যবহার: খাবারে যত বেশি সম্ভব বিটরুট ও ডালিম যোগ করুন। এটা কেবল শরীর ভালো রাখে না পাশাপাশি ঠোঁটের প্রাকৃতিক রং বজায় রাখতে সহায়তা করে।

সম্ভব হলে গাজরকুচি করে যোগ করুন, ভালো ফলাফল পাওয়া যাবে।

নারিকেল তেল ও পুদিনার তেলের তৈরি লিপ বাম: ভালো লিপ বাম পেতে বাজার ঘাটার প্রয়োজন নেই, বাড়িতেই তৈরি করে নিতে পারেন।

সমপরিমাণ নারিকেল ও পুদিনার তেল মিশিয়ে একটা কাচের পাত্রে সংরক্ষণ করুন।

এই লিপ বাম ঠোঁটের ত্বককে মসৃণ রাখার পাশাপাশি প্রাকৃতিক রং বজায় রাখতে সহায়তা করে।

Pin It