২৪ ঘণ্টায় আরও ২১ মৃত্যু, শনাক্ত ২১৩৯

image-365245-1605518840

সর্বনাশা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে; এ নিয়ে মোট ৬ হাজার ২১৫ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ১৩৯ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ পরিস্থিতি নিয়ে সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৭৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে দেখা গেছে, আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৬০৪ জন। এ নিয়ে মোট ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন করোনা থেকে সেরে উঠেছেন।

দেশে প্রথম করোনা শনাক্ত হয় ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

চীনের উহান থেকে করোনাভাইরাসের উৎপত্তি। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে জাতিসংঘ।

করোনা মহামারীতে ৫ কোটি ৪৮ লাখ ৬৮ হাজার ৯৫০ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১৩ লাখ ২৫ হাজার ২০৫ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৮১ লাখ ৬৮ হাজারের বেশি মানুষ।

Pin It