ভারতে করোনা টিকার জরুরি অনুমোদন চাইলো ফাইজার

pfizer-samakal-5fcc755547c3d

এবার ভারতে জরুরিভিত্তিতে করোনাভাইরাসের টিকা প্রয়োগের অনুমোদন চেয়েছে যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও তাদের জার্মান সহযোগী বায়োএনটেক।

জরুরি প্রয়োজনে করোনার টিকা ব্যবহারের জন্য গত শুক্রবার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার (ডিসিজিআই) অনুমোদন চেয়েছে ফাইজার। খবর এনডিটিভির

ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদন চেয়ে এ ধরনের আবেদন এবারই প্রথম।

তবে ডিসিজিআই এবং ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে এখনও কিছু জানায়নি। এ বিষয়ে ফাইজারের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইতোমধ্যে ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনার টিকা সর্বসাধারণের ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য এবং বাহরাইন।

ফাইজার দাবি করেছে, তাদের উদ্ভাবিত করোনার টিকা ৯০ শতাংশ কার্যকর।

ভারতে যে কোনো টিকার অনুমোদনের জন্য অবশ্যই দেশটিতে সেই টিকার স্বচ্ছ ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু বেশ কিছু সূত্র বলছে, ৪ ডিসেম্বর জমা দেওয়া আবেদনে ফাইজার ইন্ডিয়া এ ধরনের ট্রায়াল ছাড়াই দেশটিতে বিক্রয় ও বিতরণের জন্য টিকা আমদানির অনুমোদন চেয়েছে।

করোনায় আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান। তবে মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান তৃতীয়। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৯৬ লাখ ৮ হাজার ৫৫৯ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৩৯ হাজার ৭০০ জনের।

Pin It