নিষেধাজ্ঞা অমান্য করলেই গুলির নির্দেশ কিমের!

image-371635-1607264623

করোনাভাইরাসের হানায় বিপর্যস্ত বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এমন পরিস্থিতিতে করোনাভাইরাস ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে উত্তর কোরিয়া। নিষেধাজ্ঞা উপেক্ষা করলেই পেতে হবে কঠিন শাস্তি।

রেডিও ফ্রি এশিয়ার বরাতে ডেইলি মেইল জানিয়েছে, গত ২৮ নভেম্বর উত্তর কোরিয়ার এক নাগরিককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে বন্ধ থাকা সীমান্ত পেরিয়ে চোরাচালান চেষ্টার কারণে।

ওই ব্যক্তি নিজের বিজনেস পার্টনারের সঙ্গে দেখা করতে গেছিলেন। তার বিজনেস পার্টনার ছিলেন চীনের নাগরিক।

প্রকাশ্যে গুলি করে খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উত্তর কোরিয়ার অন্য নাগরিকদের মধ্যে।

উল্লেখ্য, চীনের সঙ্গে ৮৮০ মাইল সীমান্তজুড়ে রয়েছে উত্তর কোরিয়ার। করোনা ছড়ানোর শুরু থেকেই সেই সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে।

দুই দেশের পর্যটকদের মধ্যে যাতায়াতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

Pin It