সিলেট শহরতলীর টুকেরবাজারে গ্যাস লাইনে আগুন লেগেছে। এতে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।
রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় রাস্তার পাশে গ্যাস লাইনে হঠাৎ আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।
দমকল বাহিনী সিলেটের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ন কার্নায়েন বাংলানিউজকে বলেন, গ্যাস লাইন থেকে আগুন লেগেছে। গ্যাস সরবরাহ বন্ধে জালালাবাদ গ্যাসের জরুরি বিভাগের সংশ্লিষ্টদের খবর দেওয়া হয়েছে।





