ছাত্রছাত্রীদের সঙ্গে অনলাইনে যোগাযোগের নির্দেশ

image-206499-1607946093

করোনাভাইরাসের (কোভিড ১৯) মোকাবিলায় শীতকালীন আবহাওয়ায় ছাত্রছাত্রী-অভিভাবকদের সঙ্গে অনলাইনে যোগাযোগসহ স্কুল-কলেজ ও সংশ্লিষ্ট সবাইকে ছয় দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

সোমবার (১৪ ডিসেম্বর) অধিদপ্তরের সব অঞ্চলের পরিচালক ও উপ-পরিচালক, সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক, সব জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে চিঠি পাঠানো হয়েছে।

যেসব নির্দেশনাগুলো দেয়া হয়েছে:

১. স্বাস্থ্যবিধি মেনে করোনা মোকাবিলায় জনসচেতনতা বাড়াতে সব প্রতিষ্ঠান প্রচারণা কার্যক্রম চালাবে।

২. কর্মস্থলে সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করবেন।

৩. শারীরিক দূরত্ব নিশ্চিত করে যেকোনো কর্ম পরিচালনা করবেন।

৪. শিক্ষা প্রতিষ্ঠান সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

৫. প্রয়োজনীয় ক্ষেত্রে করোনা মোকাবিলায় ঊর্ধ্বতন/অধস্তন অফিস, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রক্ষা করবেন।

৬. সেবা গ্রহণকারীরা বিশেষ প্রয়োজন ছাড়া সরাসরি অফিসে না এসে ডাকযোগে অথবা অনলাইনে কার্য সম্পাদন করবেন।

করোনা থেকে সতর্কতায় গেলো ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের দেখভালের দায়িত্বে থাকা মাউশি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন ও টিভিতে ক্লাস পরিচালনা করছে। এদিকে চলতি বছর শেষে অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করছে শিক্ষার্থীদের। এ সপ্তাহের মধ্যেই অ্যাসাইনমেন্ট জমা দেয়া শেষ করবে শিক্ষার্থীরা।

Pin It