বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ নকল করে ছাপা

image-206821-1608040417

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ নকল করে ছাপার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে লালবাগের শহীদ নগর বেড়িবাঁধ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মো. নজিবুল্লাহ (প্রেস মালিক), মো. রফিকুল ইসলাম, মো. সানোয়ার হোসেন, মো. তোফাজ্জেল শেখ, লালচান শেখ ও মো. সাদেক শেখ।

অভিযানকালে তাদের কাছ থেকে বই ছাপার সিটিপি প্লেট ‘অসমাপ্ত আত্মজীবনী’র ১টি, ‘চিলেকোঠার সেপাই’-এর ১৫টি, ‘প্যারাডক্সিক্যাল সাজিদ-২’-এর ১৫টি ও ১টি বই ছাপার মেশিন উদ্ধার করা হয়।

লালবাগ থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান, ‘দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের সেলস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কে এম কামরুজ্জামান লালবাগ থানায় অভিযোগ করেন। এরপর থানা পুলিশ তার দেয়া তথ্যের ভিত্তিতে জে এন সাহা রোডের একটি বই বাধার কারখানা হতে ‘অসমাপ্ত আত্মজীবনী’র ১ হাজার ১০০ নকল কপি ও বাঁধাই ছাড়া মুদ্রিত ইনার ফর্মা ৫০টি বান্ডিল উদ্ধার করে এবং ৬ জনকে গ্রেফতার করে।

Pin It