ইসরায়েলের সঙ্গে আরো ভাল সম্পর্ক চায় তুরস্ক। এজন্য দুই পক্ষের মধ্যে গোয়েন্দা পর্যায়ে আলোচনা অব্যাহত আছে। শুক্রবার এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
তবে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের নীতি ‘অগ্রহণযোগ্য’ বলে সমালোচনা করেছেন এরদোয়ান।
ইস্তাম্বুলে শুক্রবার নামাজের পর সাংবাদিকদের এরদোয়ান বলেন, ইসরায়েলে ‘শীর্ষ পর্যায়ে নেতাদের’ সঙ্গে তুরস্কের সমস্যা ছিল। যদি শীর্ষ পর্যায়ে কোনো সমস্যা না থাকত, তাহলে আমাদের অন্য রকম হতে পারত।
এরদোয়ান বলেন, ফিলিস্তিন নীতি আমাদের রেড লাইন। ইসরায়লের ফিলিস্তিন নীতি মেনে নেওয়া অসম্ভব। সেখানে তাদের নির্মম কাজ অগ্রহণযোগ্য।
তুর্কি এই প্রেসিডেন্ট আরো বলেছেন, আমরা আমাদের সম্পর্ককে আরো উন্নত অবস্থানে আনতে চাই।
এর আগে এক প্রতিবেদনে দাবি করা হয়, দুই বছর পর ইসরায়েলে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করছে ইসরায়েল। সূত্র: রয়টার্স।