অসুস্থ হয়ে হাসপাতালে সৌরভ

ganguly-150520-01

হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলিকে কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক টুইট বার্তায় শনিবার খবরটি দিয়েছে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই)।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সকালে বাড়িতে জিম করছিলেন ৪৮ বছর বয়সী সাবেক এই ক্রিকেট তারকা। হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন এবং মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের একজনের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, “গত রাতে তিনি ভালো বোধ করছিলেন না। এরপরও সকালে তিনি রুটিন অনুযায়ী শরীরচর্চা করার সিদ্ধান্ত নেন আর তারপরই হঠাৎ অসুস্থ বোধ করেন। চিকিৎসকরা অসুস্থতার কারণ খোঁজার চেষ্টা করছেন… কার্ডিয়াক সমস্যার কারণে এটা হতে পারে আবার অন্য সমস্যাও হতে পারে।”

ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ক্রিকেট ইতিহাসের সফল অধিনায়কদের একজন সৌরভ এখন বেশ ভালো আছেন। আইসিসিও এই খবর জানিয়ে তার সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে।

“সাবেক ভারত অধিনায়ক ও বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির মৃদু কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। এখন তার অবস্থা স্থিতিশীল। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি।”

বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, সৌরভের অবস্থা এখন বেশ ভালো।

“আমি ওনার পরিবারের সঙ্গে কথা বলেছি। দাদার অবস্থা এখন স্থিতিশীল এবং বেশ ভালোভাব চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।”

Pin It