পৌরসভা নির্বাচনে ব্যর্থতা ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে ১০ জানুয়ারির মানববন্ধন কর্মসূচি একদিন পিছিয়েছে বিএনপি।
দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান।
“নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিএনপির উদ্যোগে সারাদেশে পৌরসভা ও মহানগর দলের কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি অনিবার্যকারণবশত আগামী ১০ জানুয়ারির পরিবর্তে আগামী ১১ জানুয়ারি পালিত হবে,” বলা হয়েছে এতে।
ওইদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির উদ্যোগে সকাল ১১টায় মানববন্ধন হবে বলে জানান রিজভী।
আগামী ১০ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুব রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস রয়েছে। এদিন বিএনপির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করায় আওয়ামী লীগের পক্ষ থেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।
গত ৩ জানুয়ারি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দুইদিনের কর্মসূচি ঘোষণা করেন।
দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ৭ জানুয়ারি সারাদেশে থানা পর্যায়ে মানববন্ধন এবং পৌরসভা নির্বাচনে ব্যর্থতা ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আগামী ১০ জানুয়ারি সারাদেশে পৌরসভা ও মহানগরে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি।