পৌরসভায় যারা মেয়র নির্বাচিত

image-214826-1610803966

দ্বিতীয় ধাপে দেশের ৬০টি পৌরসভায় ভোট গ্রহণ শেষ হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। ইতোমধ্যে কয়েকটি পৌরসভা ভোটের বেসরকারি ফল জানা গেছে। এদের মধ্যে আওয়ামী লীগের অধিকাংশ প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

নোয়াখালী: বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী আবদুল কাদের মির্জা মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১০৭৩৮ ভোট, তার নিকটতম বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১৭৭৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন পেয়েছেন ১৪৫১ ভোট।

আবদুল কাদের মির্জা বলেন, এ জয় বঙ্গবন্ধুর জয়, এ জয় শেখ হাসিনার জয়, এ জয় ওবায়দুল কাদেরের জয়, এ জয় বসুরহাট পৌরবাসীর জয়। আমি এ জয় বাংলাদেশের আমার দলের প্রতিটি নেতাকর্মীদের মাঝে উৎসর্গ করে দিলাম ।

রাজশাহী: গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের একেএম আতাউর রহমান খান। তিনি ৪৬৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। একেএম আতাউর রহমান খান নৌকা প্রতিকে ভোট পেয়েছেন ৫ হাজার ৫৮৫ ভোট। তার নিকটতম বিএনপির হাফিজুর রহমান হাফিজ ধানের শীষ প্রতিকে ভোট পেয়েছেন ৫ হাজার ১২২ ভোট।

বাঘার আড়ানী পৌরসভায় বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তার আলী। তিনি নারিকেল গাছ মার্কায় মোট ভোট পেয়েছেন ৫৯০৪। তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শহীদুজ্জামান শহীদ নৌকা প্রতিকে ভোট পেয়েছেন ৪৩০০। এখানে ১২৭৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী তোজাম্মেল হক।

সুনামগঞ্জ: ছাতক পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীকে ১২ হাজার ৮’শ ২৩ ভোট পেয়েছেন। বিএনপি মনোনীত রাশিদা আহমদ ন্যান্সি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৯’শ ৮ ভোট।

বাগমারা: ভবানীগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল মালেক মণ্ডল নৌকা প্রতীক নিয়ে ৭৩১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ৪৬২০ ভোট বেশি পেয়ে দ্বিতীয় বারের মেয়র নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এসএম মামুনুর রশিদ পেয়েছেন ২৬৯৯ ভোট।

নাটোর: লালপুর উপজেলার গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রোকসানা মোর্ত্তজা লিলি (নৌকা) ৬ হাজার ৭৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনজুরুল ইসলাম বিমল (রেল ইঞ্জিন) পেয়েছেন ৫ হাজার ৭ ভোট।

নলডাঙ্গায় জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিরুজ্জামান মনির। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৩৬৩০ ভোট, তার নিকটতম বিএনপি মনোনীত প্রার্থী আব্বাছ আলী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৯১০ ভোট।

ঝিনাইদহ: শৈলকূপা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী কাজী আশরাফুল আজম নির্বাচিত হয়েছেন। ১০ হাজার ৮৮৭ ভোট পেয়ে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৈয়বুর রহমান খান পেয়েছেন ৭ হাজার ২৮১ ভোট।

কুষ্টিয়া: ভেড়ামারা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হলেন জাসদ সমর্থিত প্রার্থী আনোয়ারুল কবির টুটুল। তিনি মশাল প্রতীকে ৭৯৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মেয়র প্রার্থী শামিমুল ইসলাম ছানা ৪৬৩৪ ভোট পান।

মিরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হাজী এনামুল হক জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১০ হাজার ৪শ’ ৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শেখ আরিফ মোবাইল প্রতিকে পেয়েছেন ২ হাজার ৫শ’ ১৫ ভোট।

বগুড়া: সারিয়াকান্দি পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মতিউর রহমান মতি (নৌকা) বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তিনি ৬ হাজার ৫শ’ ৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলমগীর শাহী সুমন পান ২ হাজার ৭শ’ ৯৬ ভোট।

নরসিংদী: মনোহরদী পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আমিনুর রশিদ সুজন নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৮ হাজার ৮৮২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী মাহমুদুল হক পেয়েছেন ৫৮৫ ভোট।

ময়মনসিংহ: মুক্তাগাছায় বেসরকারিভাবে মেয়র পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী বিল্লাল হোসেন সরকার। তিনি পেয়েছেন ১২ হাজার ৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৩৫ ভোট।

কুমিল্লা: চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শওকত হোসেন ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। তিনি ৯ হাজার ৪৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন জগ প্রতীকে ৩ হাজার ১৫৫ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী শাহ মো. আলমগীর খান ধানের শীষ প্রতীকে ২ হাজার ৬৯৫ ভোট পেয়েছেন।

বগুড়া: আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু ৩য় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৭৭৮৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের আশরাফুল ইসলাম মন্টু পেয়েছেন ৭৪০২ ভোট। ৩৮৬ ভোটের ব্যবধানে তোফাজ্জল হোসেন ভুট্টু বিজয়ী হয়েছেন।

ফরিদপুর: বোয়ালমারী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সেলিম রেজা লিপন নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৯২৩৯ ভোট। বিএনপির প্রার্থী পেয়েছেন ২৫৮৭ এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী লিটন মৃধা পেয়েছেন ৩৮৮৮ ভোট।

সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে ২য় বারের মত আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী বর্তমান মেয়র নাদের বখত ২১ হাজার ৬শত ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী মুর্শেদ আলম ৫ হাজার ৮শত ৭০ ভোট পেয়েছেন।

ফুলবাড়ীয়া, ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভা নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। ভোট গননা শেষে শনিবার রাতে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম নৌকার মেয়র প্রার্থী আলহাজ গোলাম কিবরিয়াকে বেসরকারীভাবে মেয়র ঘোষণা করেন। নৌকার মেয়র প্রার্থী আলহাজ গোলাম কিবরিয়া পেয়েছেন ৫ হাজার ৬শ ৩৬ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জগ মার্কার গোলাম মোস্তফা পেয়েছেন ৪ হাজার ৪শ ২৮ ভোট।

গুরুদাসপুর, নাটোর: গুরুদাসপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ আলী (নৌকা) ৭ হাজার ৬৪০ ভোট পেয়ে টানা তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম বিপ্লব (নারিকেল গাছ) ৪ হাজার ৯৪৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

নবীগঞ্জ, হবিগঞ্জ: নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫ হাজার ৭৪৩টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী ছাবির আহমদ চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্ধী নৌকা প্রতীকের প্রার্থী গোলাম রসুল চৌধুরী রাহেল পেয়েছেন ৫ হাজার ৪৮৫ ভোট।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপিকে হারিয়ে মেয়র পদে নির্বাচিত হয়েছেন বিএনপির বহিষ্কৃত উপজেলার সাবেক সভাপতি আক্তারুজ্জামান আক্তার হোসেন।

তিনি চামচ প্রতীকে ৮ হাজার ৩ শত ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র মিজানুর রশীদ ভূইয়া (নৌকা) প্রতীকে ৮ হাজার ৮শত ১৮ ভোট ও বিএনপির মনোনীত প্রার্থী মো. হারুনুজ্জামান (ধান) প্রতীকে ৮শত ১৭ ভোট পেয়েছেন।

ঈশ্বরদী, পাবনা: ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ইছাহক আলী মালিথা ২৮ হাজার ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্র্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম নয়ন পেয়েছেন ২ হাজার ১৭০ ভোট।

দাগনভূঞা, ফেনী: ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ওমর ফারুক খাঁন ৮ হাজার ২ শত ৪০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন পাটওয়ারী। তৃতীয় বারের মতো মেয়র হিসেবে হ্যাট্রিক করলেন ওমর ফারুক খাঁন। এদিকে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী কাজি সাইফুর রহমান স্বপন পেয়েছেন (ধানের শীষ) ৯২৭ ভোট।

গাইবান্ধা: গাইবান্ধা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মতলুবর রহমান ১২ হাজার ৩৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল সারওয়ার পেয়েছেন ৭ হাজার ৯৭০ ভোট।

জেলার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) আবদুর রশিদ রেজা সরকার ২ হাজার ৭০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আব্দুল্যাহ-আল-মামুন পেয়েছেন ২ হাজার ৫৫৮ ভোট।

কুলাউড়া, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিপার উদ্দিন আহমদ ৪ হাজার ৮৩৮ ভোট পেয়ে পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শাজান মিয়া পেয়েছেন ৪ হাজার ৬৮৫ ভোট।

বোয়ালমারী, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিম রেজা লিপন ৯ হাজার ২৩৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. লিটন মৃধা পেয়েছেন ৩ হাজার ৮৮৮ ভোট।

ধনবাড়ী, টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে ধনবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান বকল নারিকেল গাছ প্রতীকে ৮ হাজার ৯৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেয়র এবং আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মঞ্জুরুল হাসান তপন পেয়েছেন ৭ হাজার ৮০৪ ভোট।

মাগুরা: মাগুরা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী খুরশীদ হায়দার টুটুল ৩৯ হাজার ৪৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ইকবাল আখতার খান কাফুর পেয়েছেন ৬ হাজার ৭৩ ভোট।

মোহনগঞ্জ, (নেত্রকোনা): মোহনগঞ্জ পৌরসভার নির্বাচনে নৌকার প্রার্থী লতিফুর রহমান রতন ৯ হাজার ৪৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তাহমিনা পারভীন বীথি নারিকেল গাছ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৮৪ ভোট।

সাভার, ঢাকা: সাভার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র হাজী মো. আবদুল গণি নৌকা প্রতীকে ৫৬ হাজার ৮০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আলহাজ্ব মো. রেফাত উল্লাহ ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৩৩ ভোট।

উল্লাপাড়া, সিরাজগঞ্জ: উল্লাপাড়া পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম নজরুল ইসলাম নৌকা প্রতীকে ২৪ হাজার ৫০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আজাদ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১০৭৬।

শ্রীপুর, গাজীপুর: শ্রীপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মো. আনিসুর রহমান ২৩ হাজার ৪৮৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট মো. কাজী খান ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৯৬ ভোট।

মাধবপুর, হবিগঞ্জ: মাধবপুর পৌরসভা নির্বাচনে বিএনপির হাবিবুর রহমান মানিক ধানের শীষ প্রতীকে ৫ হাজার ৩১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী পংকজ সাহা নারিকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজার ১৮৫।

Pin It