ভারতের উত্তরপ্রদেশের একটি হাসপাতালের একজন ওয়ার্ডবয় করোনাভাইরাসের টিকা নেওয়ার ২৪ ঘণ্টা পর মারা গেছেন।
গত শনিবার মারা যান তিনি। মৃত ব্যক্তির নাম মাহিপাল সিং। তার বয়স ৪৬ বছর। খবর টাইমস অব ইন্ডিয়া ও টাইমস নাউ নিউজের
টিকা নেওয়ার পর মাহিপাল অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।
তবে ময়নাতদন্তে রিপোর্টে বলা হয়েছে, হার্টের অসুখের কারণে মারা গেছেন মাহিপাল।
গত শনিবার থেকে ভারতে করোনার টিকা দেওয়া শুরু হয়েছে।
দেশটিতে প্রথম দফায় চিকিৎসক, নার্স, অ্যাম্বুলেন্স চালক ও স্বাস্থ্যকর্মীরা টিকা পাচ্ছেন।
এর পরে পুলিশ, সামরিক বাহিনীর সদস্যরা এবং অন্যান্য করোনা যোদ্ধাদের টিকা দেওয়া হবে। প্রথম দফায় টিকা পাবেন প্রায় তিন কোটি মানুষ।
দেশটিতে টিকা নেওয়ার পর এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশ মানুষের মধ্যে নানা ধরনের অসুস্থতার উপসর্গ দেখা গেছে ।