সিরিজ বাঁচানোর আরজি জেসনের

image-215841-1611144243

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৬ উইকেটে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারীরা শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই ম্যাচে হারলেই সিরিজ হারাবে তারা। ক্যারিবীয় অধিনায়ক জেমন মোহাম্মদ তাই সিরিজ বাঁচাতে দলের ব্যাটসম্যানদের এগিয়ে আসতে বললেন।

দশ মাস পরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে ‘অনভিজ্ঞ’ ওয়েস্ট ইন্ডিজকে ১২২ রানেই অলআউট করে দেয় বাংলাদেশ। ওই রান তুলতে আবার টপ অর্ডারের চার উইকেট হারায় রাসেল ডমিঙ্গোর দল। এখন তাই সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়ে ক্যারিবীয় অধিনায়ক বলেন, ‘আমাদের এখন অনেক কিছু নিয়ে আলোচনা করতে হবে, দলের জন্য কোনটা ভালো সেটা খুঁজে বের করতে হবে।’

সফরকারীদের ভারপ্রাপ্ত এই অধিনায়ক বলেন, ‘আমাদের স্কোর বোর্ডে আরও কিছু বেশি রান যোগ করতে হবে। আশা করছি আগামী ম্যাচে ব্যাট হাতে ভালো করতে পারবো। আমাদের আরও একটু সময় দরকার। এছাড়া মিডল ওভারগুলোতে ভালো করতে হবে। কারণ ওই সময় স্পিনাররা বল করেন। তাদেরকে ভালো মতো সামলাতে বোঝা-পড়া দরকার।’

ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আবার আছেন তরুণ বাঁ-হাতি স্পিনার আকিল হোসেন। অভিষেক ম্যাচে তিনি আবার বাংলাদেশের চার উইকেটের মধ্যে তিনটিই দখল করেন। আকিলের মতে, সেরাটা দিয়েও ফলটা তাদের পক্ষে আসেনি। তবে দ্বিতীয় ম্যাচে তারা ঘুরে দাঁড়াতে চান। ব্যাটসম্যানরা ভালো করলেই সেটা সম্ভব বলে মনে করেন এই স্পিনার।

Pin It