অবশেষে চীনের স্বর্ণখনি থেকে ১১ শ্রমিককে উদ্ধার

image-216846-1611488778

চীনের শ্যানডং প্রদেশের হুশান স্বর্ণখনিতে আটকে পড়া ১১ জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ওই শ্রমিকদের জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, এই ১১ জন শ্রমিক মাটির ৬শ মিটার নিচে আটকা পড়েছিলেন। টেলিভিশনের ফুটেজে প্রথম উদ্ধার হওয়া শ্রমিকদের ছবি দেখান হয়েছে। যেখানে দেখা গেছে যে তিনি চোখ খুলে তাকাতে পারছিলেন না। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১০ জানুয়ারি হুশান স্বর্ণের খনিতে বিস্ফোরণের পর ২২ জন শ্রমিক সেখানে আটকা পড়েন । এদের মধ্যে একজন শ্রমিক মারা গেছে। আটকে পড়া বাকি ১০ জনের অবস্থা এখন কেমন সে বিষয়টি এখনও নিশ্চিত নয়।

Pin It