করোনা: মৃত্যু হয়েছে ১৫ জনের, আর শনাক্ত হয়েছে ৫০৯ জন

image-217888-1611828583

টিকা প্রদান কার্যক্রম শুরুর পরের দিন করোনা ভাইরাসে মৃত্যু ও শনাক্ত কিছুটা কমেছে। মৃত্যু হয়েছে ১৫ জনের, আর শনাক্ত হয়েছে ৫০৯ জন। এটা গত ২৪ ঘণ্টার হিসাব।

বৃহস্পতিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে মৃত্যু ও শনাক্তের এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ৫০৯ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জন হয়েছে। আর গত এক দিনে মারা যাওয়া ১৫ জনকে নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৮৭ জন হয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৬১১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৭৮ হাজার ৫৪৬ জন।

বুধবার (২৭ জানুয়ারি) বিকালে বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে করোনা ভাইরাসের প্রথম টিকা দেওয়া হয়। এরপর পাঁচজনসহ মোট ২৬ জনকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়। বৃহস্পতিবার রাজধানীর পাঁচ হাসপাতালে করোনা ভাইরাসের টিকা দেওয়ার কাজ শুরু হয়।

Pin It