জনগণের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে: ফখরুল

image-219425-1612354625

সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর প্রতিবাদে বুধবার পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘সরকারের সকল অপকর্ম ও অপশাসনের মূলোৎপাটনে জনগণের ক্ষোভ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। জনগণের ক্ষমতা জনগণের নিকট ছেড়ে দেওয়া না হলে সরকারের রাজসিংহাসন যেকোনো মুহূর্তে দুমড়ে মুচড়ে ফেলবে এ দেশের মানুষ।’

ফখরুল বলেন, ‘আওয়ামী সরকার এখন ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন শুরু করেছে। বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের এবং আদালত কর্তৃক জামিন নামঞ্জুর যেন আওয়ামী সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে।’

দেশকে বিরোধী দল শূন্য করতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় বিএনপি সালাহউদ্দিন আহমেদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ বর্তমান গণধিকৃত সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ।’

Pin It