বর্ষার আগেই সকল খাল পরিষ্কার করতে চায় ডিএসসিসি

image-219409-1612348181

আগামী বর্ষা মৌসুমের আগেই দক্ষিণ সিটি করপোরেশনের সকল খাল পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে চায় ডিএসসিসি। তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ (বুধবার) সকালে চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনের পর শ্যামপুরের বড়ইতলা এলাকায় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে মেয়র এসব কথা বলেন। খালের পাশের দখল হওয়া জমি অবমুক্ত করে সেখানে যাতায়াতের ব্যবস্থা করা ও যতটা সম্ভব নান্দনিক পরিবেশ গড়ে তুলতে চান তাপস।

ওয়াসার কাছ থেকে দায়িত্বভার বুঝে নেওয়ার পর গত এক মাসে ৩টি খাল ও দুটি বক্স কালভার্ট হতে ৫৭ হাজার টন বর্জ্য-মাটি অপসারণ করা হয়েছে বলেও জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মেয়র বলেন, আমরা এখনই ব্যবস্থা না নিলে, যে অভিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি, আগামী বর্ষা মৌসুমে যাতে ঢাকাবাসীকে সুফল দিতে পারি, জলাবদ্ধতা থেকে মুক্ত রাখতে পারি, সেটা অত্যন্ত দুষ্কর ও দুরূহ হয়ে পড়বে।

Pin It