করোনার নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর অক্সফোর্ডের ভ্যাকসিন

image-220024-1612539479

যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরনের বিরুদ্ধে কার্যকর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভ্যাকসিন। শুক্রবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়।

অক্সফোর্ড ভ্যাকসিন ট্রায়ালের প্রধান তদন্তকারী অ্যান্ড্রু পোলার্ড বলেন, যুক্তরাজ্যের ‘চ্যাডক্স ১ ভ্যাকসিনের পরীক্ষাগু চালিয়ে দেখা গেছে ভ্যাকসিনটি শুধু মহামারী ভাইরাস থেকে রক্ষা করে না এটি করোনার নতুন ধরন বি.১.১.৭-এর বিরুদ্ধেও কার্যকর। এই ধরনটির কারণে ২০২০ সালের শেষে করোনার সংক্রমণ বেড়েছিল যুক্তরাজ্যে।

জানা গেছে, যুক্তরাজ্যে করোনার নতুন ধরনটি শনাক্ত হয় ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় কেন্ট শহরে। ঐ নতুন ধরনের কারণে যুক্তরাজ্য করোনার সংক্রমণ বেড়ে যায়। আর এ জনয়ে গত মাস থেকে যুক্তরাজ্যে আবারো লকডাউন জারি করা হয়।

এদিকে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন গবেষণা দলের প্রধান সারাহ গিলবার্ট আশা প্রকাশ করে বলেছেন যে শুধুমাত্র যুক্তরাজ্যের ধরনই নয় ভবিষ্যতে করোনার যে সব ধরন আসতে পারে সেগুলোর বিরুদ্ধে কার্যকর হবে তাদের তৈরি ভ্যাকসিন।

এ প্রসঙ্গে সারাহ গিলবার্ট জানিয়েছেন যে ধরন পরিবর্তনের বিষটি মাথায় রেখে তারা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে কাজ করে যাচ্ছে।

Pin It