ফল রিভিউ চায় ১৬ হাজার শিক্ষার্থী

image-220599-1612726018

২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৬৭ হাজার ৩৭৭ শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। ২০১৯ সালের তুলনায় সাড়ে তিন গুণ (১ লাখ ৬১ হাজার ৮০৭ জন) শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরপর ফলাফল রিভিউয়ের আবেদন করেছে ১৫ হাজার ৭২৭ জন শিক্ষার্থী।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্র জানায়, সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে ৪ হাজার ৪১৫ শিক্ষার্থী ফল রিভিউয়ের আবেদন করেছে। বরিশাল বোর্ডে ৬৪২ জন, চট্টগ্রামে ১ হাজার ৮৮৫ জন, কুমিল্লায় ১ হাজার ২৭ জন, দিনাজপুরে ১ হাজার ২২৭ জন, যশোরে ১ হাজার ৬৯৪, ময়মনসিংহে ৯১৬ জন, রাজশাহীতে ১ হাজার ৯২২, সিলেটে ৯৪৭, মাদরাসা বোর্ডে ৫১৭ এবং কারিগরি বোর্ডে ৫৩৫ শিক্ষার্থী ফল রিভিউয়ের আবেদন করেছে।

গত ৩১ জানুয়ারি থেকে গত শনিবার রাত ১২টা পর্যন্ত টেলিটক মোবাইলে এসএসএসের মাধ্যমে ফল রিভিউয়ের সুযোগ দেওয়া হয়। স্বল্পসংখ্যক শিক্ষার্থী যাদের সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে আগের চেয়ে ফল খারাপ হয়েছে, তারাই মূলত ফল রিভিউয়ের আবেদন করেছে।

তবে এবার যেহেতু পরীক্ষা হয়নি, তাই আগের মতো খাতা পুনঃ পরীক্ষা করার সুযোগ নেই। জুনিয়র স্কুল সার্টিফিকেট ও এসএসসির ফল এবং সাবজেক্ট ম্যাপিং ঠিক আছে কি না—ফল রিভিউয়ের ক্ষেত্রে সেটি দেখা হবে।

Pin It