চীনের ল্যাব থেকে করোনা ছড়ানোর তত্ত্বকে উড়িয়ে দিলো হু

image-221143-1612904671

চীনের ল্যাব থেকে করোনা ছড়ানোর তত্ত্বকে প্রত্যাখান করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকরা। বর্তমানে চীনে করোনার উৎস সন্ধানে তদন্ত করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষক দল। তাদের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলনে মঙ্গলবার এমনটি জানানো হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুসন্ধানী মিশনের প্রধান পিটার বেন এমবারেক বলেন, ল্যাব থেকে করোনা ছড়ানো খুবই অসম্ভব একটি বিষয়। ভাইরাসটির উৎস জানার জন্য আমাদের আর কাজ করতে হবে।

২০১৯ সালের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। যা পরে বৈশ্বিক মহামারিতে পরিণত হয়েছে। বিশ্বে এ পর্যন্ত ১০ কোটি ৬০ লাখের বেশি করোনার রোগী শনাক্ত করা হয়েছে। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ লাখ মানুষ। বিশেষজ্ঞরা মনে করেন যে কোনো প্রাণীর থেকে মানুষের দেহে এই ভাইরাসটি ছড়িয়েছে। তবে এটি কিভাবে ছড়িয়েছে সেই বিষয়ে তারা নিশ্চিত নন।

Pin It