নীতিনির্ধারণী নেতাদের ছাড়াই বিএনপির সমাবেশ

image-222973-1613563694

জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে সমাবেশ করেছে বিএনপি। তবে কেন্দ্রীয় সমাবেশে ছিলেন না কোনো সিনিয়র নেতা। কর্মসূচিটি কেন্দ্রীয় পর্যায়ের থাকলেও আসেন নি কোনো নীতি নির্ধারণী পর্যায়ের নেতা, ছিল না কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য সমাগম। দলের স্থায়ী কমিটির নেতারা আসবেন বলে বার বার মাইকে ঘোষণা করা হলেও শেষ পর্যন্ত দেখা মেলেনি তাদের কারো।

বুধবার ( ১৭ ফেব্রুয়ারি) সকালে জিয়াউর রহমানের খেতাব বাতিলের দাবিতে সমাবেশ করে বিএনপি। নীতি নির্ধারনী পর্যায়ের নেতারা না আসলে শেষমেষ মধ্যম সারির নেতাদের দিয়েই সম্পন্ন করা হয় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচি। সমাগম তুলনামূলক কম হওয়ায় একটি লেনে যান চলাচল অব্যাহত ছিল।

সমাবেশে বিএনপি নেতারা বলেন, ‘খেতাব কেড়ে নিয়ে জিয়ার অবদান মুছে দেওয়া যাবে না।

Pin It