টিকা আমদানিতে অগ্রিম কর প্রত্যাহার

image-223255-1613662910

দেশে টিকা আমদানিতে অগ্রিম আয়কর বা এআইটি প্রত্যাহার করেছে সরকার। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

ফলে করোনাসহ যে কোন ভাইরাসের টিকা আমদানি পর্যায়ে কোন ধরণের অগ্রিম কর পরিশোধ করতে হবে না। এতদিন বেসরকারি পর্যায়ে যে কোন ধরনের টিকা আমদানিতে ৫ শতাংশ অগ্রিম আয়কর পরিশোধ করতে হতো।

করোনা ভাইরাস প্রতিরোধে সরকার দেশব্যাপী মানুষকে বিনামূল্যে টিকা দিয়ে যাচ্ছে। এজন্য বিপুল পরিমাণ টিকা বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। ফলে অগ্রিম আকরের ইস্যুটি সামনে চলে এসেছে।

দেশে টিকা নিলেন আরও ২ লাখ ৬২ হাজার জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা টিকা নিয়েছেন ২ লাখ ৬১ হাজার ৯৪৫ জন। এরমধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৫৩৭ জনের। এ নিয়ে টিকাদান কর্মসূচির ১১তম দিন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ১৮ লাখ ৪৮ হাজার ৩১৩ জন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন ২ লাখ ৬১ হাজার ৯৪৫ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৬৪ হাজার ৯৩৬ জন ও নারী ৯৭ হাজার ৯ জন।

এর মধ্যে ঢাকা বিভাগে ৭৩ হাজার ৫১৪ জন, ময়মনসিংহে ১১ হাজার ৯০১ জন, চট্টগ্রামে ৫৪ হাজার ৭৮৮ জন, রাজশাহীতে ৩২ হাজার ২২৪ জন, রংপুরে ২৫ হাজার ৫৭৯ জন, খুলনায় ৩৪ হাজার ১৯৫ জন, বরিশালে ১৪ হাজার ৪৪৪ জন ও সিলেটে ১৫ হাজার ৩০০ জন টিকার প্রথম ডোজ নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্যানুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে (২৮ জানুয়ারি) রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়।

৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এ দিনে সারাদেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। তাদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন ও নারী সাত হাজার ৩০৩ জন।

Pin It