বিশ্বকাপের জন্য বদলে গেল ডিপিএলের ফরম্যাট

210823dpl

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৫০ ওভারের পরিবর্তে আগামী ৬ মে টি-টোয়েন্টি ফরম্যাটে শুরু হবে দেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। আজ রবিবার এ বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) ক্রিকেট কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানান, দুই দফায় অনুষ্ঠিত হবে লিগ। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই ফরম্যাটে বদল আনা হয়েছে।

৬-১০ মে পর্যন্ত চলবে লিগের প্রথম অংশ এবং ঈদুল ফিতরের ছুটি ও শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য এটি ২৫ দিন বন্ধ থাকবে। শ্রীলঙ্কা চলে যাওয়ার পর লিগের পরবর্তী অংশ হবে ৩১ মে থেকে ১৭ জুন পর্যন্ত। আজ সভা শেষে ইনাম আহমেদ বলেন, ‘১২ ক্লাবের সাথে বৈঠকের পর আগামী ৬ মে লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। আপাতত আমরা দু’টি উইন্ডো পেয়েছি এবং সেই সময়ের মধ্যে লিগটি শেষ করতে হবে। লিগটি টি-টোয়েন্টি ফরম্যাটে করতে আমরা সকলেই একমত পোষণ করেছি।

গত বছর করোনার প্রার্দুভাবের কারণে এক রাউন্ড পরই স্থগিত হয়ে যায় ডিপিএল। ইনাম জানান, যে ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল সেগুলো পরিত্যক্ত ঘোষিত হয়েছে। গত বছর যারা যেই ক্লাবে খেলেছে তারা সেই ক্লাবেই থাকবে। কারণ বেশিরভাগ ক্লাবই খেলোয়াড়দের ৩০ থেকে ৪০ শতাংশ টাকা পরিশোধ করেছে বলে জানান ইনাম, ‘যেহেতু বেশিরভাগ ক্লাবগুলো ইতোমধ্যে ৩০-৪০ শতাংশ পরিমাণ অর্থ খেলোয়াড়দের প্রদান করেছে; তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি নতুন কোনো দলবদল হবে না। এটি নতুন লিগ হবে, যেখানে ডিপিএলের সুপার লিগ এবং রেলিগেশন লিগ আমরা ব্যবহার করব।’

ডিপিএলের একটি মৌসুম পরিত্যক্ত হওয়ায় খেলোয়াড়দের মধ্যে হতাশা ছিল। সিসিডিএম চেয়ারম্যান জানান, তারা খেলোয়াড়দের আর্থিক বিষয় বিবেচনা করে লিগটি আয়োজন করছে। তিনি বলেন, ‘আমরা খেলোয়াড়দের আগ্রহ বিবেচনা করে লিগ আয়োজন করছি। খেলোয়াড়রা আমাদের বলেছিল-তারা লিগ খেলতে চায় এবং পারিশ্রমিক কমে গতেও তারা লিগ খেলবে। আমাদের খেলোয়াড়দের স্বার্থ বিবেচনা করতে হবে, একই সাথে আমাদের ক্লাবগুলির স্বার্থও বিবেচনা করা উচিত। যারা কোভিড-১৯ পরিস্থিতির কারণে আর্থিকভাবে সমস্যায় পড়েছে। স্পন্সররা সাড়া দেবে কিনা নিশ্চিত নয়; আমরা বোর্ড সভাপতির সঙ্গে আলোচনা করে আর্থিক বিষয়ে সিদ্ধান্ত নেব।’

Pin It