ওয়ানডে ট্রফি উন্মোচন, আগামীকাল প্রথম ম্যাচ

image-230452-1616136037

নিউ জিল্যান্ডের ওটাগো হারবারের কোল ঘেঁষে নান্দনিক সৌন্দর্যের আধার ‘সিগনাল হিল’। আজ শুক্রবার (১৯ মার্চ) ডানেডিন শহরের এই আকর্ষণীয় পর্যটন কেন্দ্রেই ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে।

তিন-ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল শনিবার (২০ মার্চ) বাংলাদেশের স্থানীয় সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। এর আগে নিউ জিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে ১৩টি ওয়ানডে খেলে সব গুলোতে তামিমরা হেরেছে বড় ব্যবধানে। সেই হারের দু:খ ভুলে এই সিরিজে দেশের জন্য সুনাম বয়ে আনতে চায় তামিম ইকবালরা।

সিরিজ শুরুর আগেরদিন সিগনাল হিলে আয়োজিত হয় ট্রফি উন্মোচিত অনুষ্ঠান। সেখানখার সৌন্দর্য দেখে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল মুগ্ধতাভরা কণ্ঠে বললেন, ‘খুব সুন্দর জায়গা, দলের সবাইকে নিয়ে আসতে হবে।’ সৌন্দর্যের কথা বললে অবশ্য গোটা নিউ জিল্যান্ডই যেন স্বর্গ। তবে স্বপ্নের মতো এই দেশ মাঠের ক্রিকেটে বাংলাদেশের জন্য বরাবরই দুঃস্বপ্নের।

Pin It