রাজধানীতে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, গাড়ি ভাঙচুর

image-232409-1616833533

ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ায় মুসল্লিদের ওপর হামলা ও গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও যুবদল।

আজ শনিবার (২৭ মার্চ) দুপুর ১২টায় ছাত্রদলের একটি মিছিল রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে এলিফ্যান্ট রোড পর্যন্ত প্রদক্ষিণ করে। মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সহ-সভাপতি জাকিরুল ইসলাম জাকির, মোক্তাদির হোসেন তরু, ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক সাফায়েত রাব্বি আরাফাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আকতার এবং সদস্য সচিব আমান উল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সরেজমিনে দেখা যায়, সাইন্সল্যাব মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন প্রকার সরকার বিরোধী স্লোগান দেয় নেতাকর্মীরা। এক পর্যায়ে তারা বিক্ষুব্ধ হয়ে সাইন্সল্যাব মোড়ে এসে মিছিল থেকে ৮-১০ টি গাড়ি ভাঙচুর করা হয়। এতে একজন বাসযাত্রী আহত হন।মহাখালী এলাকায় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ নেতৃত্ব দেন।

এছাড়া ঢাকার ধোলাইখাল, মালিবাগ ও সাইন্সল্যাবে, যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল হয়।

Pin It