চীন আমাদের মূল্যবোধকে সম্মান দেয় না: ন্যাটো মহাসচিব

image-232692-1616934598

সাম্প্রতিক বছরগুলোতে চীনের উত্থান পশ্চিমা বিশ্বের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। যা নিয়ে উদ্দিগ্ন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে শুরু করে সামরিক জোট ন্যাটো। তারা সবাই বেইজিংয়ের বিরুদ্ধে একজোট হয়ে মাঠে নেমেছে।

এর মাঝেই গত সপ্তাহের বুধবার ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চীনারা কখনই আমাদের মূল্যবোধকে সম্মান দেয় না। তবে আমাদের সামরিক জোট (ন্যাটো) তাদের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে না। অবশ্যই চীনের উত্থান ন্যাটোর নিরাপত্তার জন্য প্রত্যক্ষ পরিণতি রয়েছে।

সামরিক সরঞ্জামের ক্ষেত্রে চীনারা ব্যাপক বিনিয়োগ করছে উল্লেখ করে তিনি বলেন, যার মধ্যে রয়েছে পারমাণবিক অস্ত্র চালাতে সক্ষম ক্ষেপনাস্ত্র।

বার্তা সংস্থা এপিকে ন্যাটো মহাসচিব বলেন, আমরা দেখেছি হংকংয়ে গণতান্ত্রিক আন্দোলনকারীদের বিরুদ্ধে বেইজিং কেমন আচরণ করছে। তারা নিজ দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের (উইঘুর) ওপরও অত্যাচার করছে। এমনকি তারা আন্তর্জাতিক নীতিকেও তোয়াক্কা করছে।

Pin It