চোখে মুখে চ্যালেঞ্জিং ছাপ। রিভালবার হাতে পুরোপুরি অ্যাকশন মুড। দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে প্রতিশোধ নিতে যোদ্ধা রূপে হয়তো কোনো অমানুষকে ঘায়েল করছেন ছোটপর্দার অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। জন্মদিনে মিথিলার প্রথম ছবি ‘অমানুষ’-এর আরেকটি লুক সামনে এনেছেন পরিচালক অনন্য মামুন।
অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার প্রথম চলচ্চিত্র ‘অমানুষ’র দৃশ্যধারণ প্রায় শেষের দিকে। এ ছবিতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। যাকে একজন ডাকাতের ভূমিকায় দেখা যাবে। বড় পর্দায় এবারই প্রথম একজোট হয়েছেন নিরব ও মিথিলা।
ভয়ডরহীন এক প্রতিবাদী নারী মিথিলা!প্রথম ছবিতে নুসরাত নামে ভয়ডরহীন এক প্রতিবাদী নারীর ভূমিকায় দেখা যাবে মিথিলাকে; যিনি দেশের বাইরে থেকে ফেরার পর নানা ধরনের চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে যেতে থাকেন। ওটাকে ঘিরেই গল্পটা এগিয়ে যায়। মেয়েটাকে অনেক চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়।
মঙ্গলবার শেয়ার করা পোস্টারে পরিচালক অনন্য মামুন যেনো সেই ভয়ডরহীন প্রতিবাদী নারীকে পরিচয় করে দিয়েছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অমানুষ’-এ একজন যোদ্ধা।’
পরিচালক অনন্য মামুন ইত্তেফাক অনলাইনকে জানান, ‘অমানুষ’ ছবির শুটিং প্রায় শেষের দিকে। বলা যায় প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে। স্বাস্থবিধি মেনে আমরা কাজ করছি। আশা করি দর্শকরা নতুন কিছু দেখেতে পারবে।
ছবিটিতে আরও অভিনয় করছেন কাজী নওশাবা আহমেদ, শহিদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, আনন্দ খালেদ, ক্রিস্টিয়ানো তন্ময় ও ফারহান খান রিও।