দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী আর তিন আসনে উপনির্বাচনের দিন মিলে যাওয়ায় ভোটের তারিখ পরিবর্তনে নির্বাচনে কমিশনরে কাছে দাবি জানানোর একদিন পরেই ওই নির্বাচনগুলোতে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় পার্টি।
বুধবার ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের মনোনয় বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৪ জুলাই অনুষ্ঠেয় তিন আসনে জাতীয় মটর শ্রমিক পার্টির সভাপতি মোস্তাকুর রহমান মোস্তাক (ঢাকা-১৪), দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ আতিকুর রহমান (সিলেট-৩) এবং মো. জসিম উদ্দিনকে (কুমিল্লা-৫) দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
আগামী ১৪ জুলাই সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনে উপ নির্বাচনের তারিখ রেখে সম্প্রতি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি এরশাদ ২০১৯ সালের ১৪ জুলাই মারা যান। সে কারণে ওই দিন নির্বাচন না করতে মঙ্গলবার ইসির কাছে স্মারকলিপি দেয় জাতীয় পার্টি।
এরশাদের মৃত্যুর পরের বছর ২০২০ সালের ১৪ জুলাই বগুড়া-১ ও যশোর-৬ আসরে উপনির্বাচন হয়েছিল। সে সময়ও দলটি তারিখ পরিবর্তনের দাবি তুলেছিল, তবে তাতে সাড়া দেয়নি ইসি।
মঙ্গলবারিইসিতে স্মারকলিপি দেওয়ার পর দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু সাংবাদিকদের বলেন, “১৪ জুলাই হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে আমরা কোনো নির্বাচন চাই না। ওই দিনে উপ-নির্বাচনের তারিখ নির্ধারিত থাকলে নির্বাচনের ব্যাপারে আমাদের চিন্তা-ভাবনা করতে হবে।”
বুধবার দলের মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। আগ্রহী প্রার্থীদের সাক্ষাতকার নিয়ে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়।
মনোনয়ন বোর্ডের সভায় জিয়াউদ্দিন বাবলুও ছিলেন। এছাড়া ছিলেন সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম কিবরিয়া টিপু, অতিরিক্ত মহাসচিব (সিলেট বিভাগ) এটিইউ তাজ রহমান, অতিরিক্ত মহাসচিব (চট্টগ্রাম বিভাগ) মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, অতিরিক্ত মহাসচিব (ঢাকা বিভাগ) লিয়াকত হোসেন খোকা।