সাকিবকে ছাড়াই মোহামেডানের জয়

irfan-

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে আচরণবিধি ভাঙায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। ফলে দলের পরবর্তী ম্যাচে নিয়মিত এই অধিনায়ককে ছাড়াই মাঠে নামতে হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। অবশ্য এতে হতাশ হতে হয়নি দলটিকে। ওল্ড ডিওএইচএসকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৯ রানে হারিয়েছে মোহামেডান।

গতকাল রোববার বিকেএসপির ৪ নাম্বার মাঠে কিপার-ব্যাটসম্যান শুক্কুরের ফিফটিতে ৫ উইকেটে ১৫৯ রান করে মোহামেডান।

ওল্ড ডিওএইচএস ইনিংসের চতুর্দশ ওভারে বৃষ্টি নামলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ১৬ ওভারে। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে দলটি পায় ১২৫ রানের লক্ষ্য। কিন্তু থামে ৪ উইকেটে ১১৫ রানে। বৃষ্টির পর খেলা শুরু হলে দলটির দরকার ছিল ১৪ বলে ২৫, কিন্তু তুলতে পারে কেবল ১৫ রান। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪২ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস খেলেছেন ইরফান শুক্কুর। আব্দুল মজিদ করেছেন ২৯ রান। ভারপ্রাপ্ত অধিনায়ক শুভাগত হোম অবশ্য বেশিক্ষণ ব্যাটিংয়ের সুযোগ পাননি। ৪ বলে ৫ রান করে অপরাজিত ছিলেন তিনি।

টানা দ্বিতীয় জয় পেল মোহামেডান। ৮ ম্যাচে এটি মোহামেডানের পঞ্চম জয়। ওল্ড ডিওএইচএসের পঞ্চম হার।

Pin It