হাত ও পায়ে রোদে পোড়াভাব দূর করার ঘরোয়া উপায়

Sunglass

পায়ের ত্বকে স্যান্ডেল ফিতার অংশটুকু সাদা বাকিটা গাঢ় বর্ণ হয়ে আছে।

কিংবা হাতের ঢাকা অংশটুকু বাদে বাকি ত্বক রোদে পুড়ে কালচে হয়ে যায়।

এমন অবস্থা থেকে পরিত্রাণ পেতে ঘরের বাইরে যাওয়ার সময় সানব্লক বা ছাতা ব্যবহার করলেও রক্ষা পাওয়া যায় না।

আবার মনে রাখতে হবে, বাসায় থাকলেও জানালা বা বারান্দা দিয়ে আসা রোদের তাপও ত্বকে পোড়াভাব সৃষ্টি করতে পারে।

রূপবিশেষজ্ঞ ও রেড বিউটি স্যালনের কর্ণধার, আফরোজা পারভীন এরকম রোদে পোড়াভাব কমাতে কার্যকর তিনটি উপাদানে তৈরি ঘরোয়া মাস্ক সম্পর্কে জানান।

তার মতে, রোদ থেকে বাঁচতে আমরা যতটা মুখের ত্বকের প্রতি যত্নশীল হই হাত ও পায়ের ব্যাপরে একেবারেই অবহেলা করি। ফলে এই সকল অংশ তুলনামূলক কালো হয়ে থাকে।

তাছাড়া দীর্ঘদিন অযত্নের কারণে এই রোদপোড়া-ভাব স্থায়ী হয়ে যেতে পারে।

রোদপোড়াদাগ কমাতে টকদই ও হলুদ কার্যকর। সঙ্গে লেবুর রস যোগ করা হলে উপকারিতা আরও বাড়িয়ে দেয়।

এক চা-চামচ হলুদের সঙ্গে পরিমাণ মতো টক দই মিশিয়ে নিন। এই মিশ্রণ পাতলা করতে লেবুর রস যোগ করুন।

হলুদ ব্যাক্টেরিয়া রোধী উপদান সমৃদ্ধ এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে।

টক দইয়ে থাকা ল্যাক্টিক অ্যাসিড ত্বক এক্সফলিয়েট করে মৃত কোষ দূর করার পাশাপাশি রোদপোড়াভাব কমায় ও মসৃণভাব আনে।

লেবু ভিটামিন সি সমৃদ্ধ, তা দ্রুত ত্বকের কালচেভাব কমাতে সহায়ক।

এই তিন উপকরণে তৈরি মাস্ক ত্বকের রোদপোড়াভাব কমাতে চমৎকার কাজ করে বলে জানান, এই রূপ বিশেষজ্ঞ।

“প্রতিদিন গোসলের আগে এই প্যাক মেখে ২০ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে আসলে তা ভালো মতো ধুয়ে গোসল করে নিন। নিয়মিত ব্যবহারে এই প্যাক রোদের পোড়াভাব দূর করবে ও ত্বক মসৃণ করবে।” বলেন আফরোজা পারভীন।

ত্বক পরিচর্যায় প্রাকৃতিক ও ঘরোয়া উপাদান ব্যবহার নিরাপদ এবং সবসময়ই হাতের কাছে পাওয়া যায় বলে এগুলোর ব্যবহার অব্যাহত রাখা সম্ভব।

নিয়মিত যত্ন করলে ত্বকে ইতবাচক পরিবর্তন আসে বলে জানিয়েছেন এই রূপ বিশেষজ্ঞ।

Pin It