হেফাজত মহাসচিব নূরুল ইসলাম ইন্তেকাল করেছেন

image-492660-1638168159

হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

সোমবার (২৯ নভেম্বর) বেলা ১১.৪০ মিনিটে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
হেফাজতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দিন রব্বানী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাত ৯টার দিকে অসুস্থ হয়ে পড়লে আল্লামা নুরুল ইসলামকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তখন বলেছিলেন তার মাইল্ড হার্টঅ্যাটাক হয়েছে। এজন্য তাকে প্রথমে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

তিনি আরও বলেন, হেফাজতের শনিবারের জাতীয় প্রেসক্লাবে ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়নে গত কয়েকদিন ধরেই তিনি কর্মব্যস্ত ছিলেন। রাতেও ঠিকমত ঘুমাননি। এজন্য প্রোগ্রাম শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপরই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও চার মেয়ে রেখে গেছেন।

Pin It