স্টারলিংকের সেবা বিক্রি ও বন্ধের নির্দেশ

image-492486-1638170744

ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট সার্ভিসের গ্রাহক হতে জনসাধারণকে নিষেধ করছে ভারত সরকার। কারণ, দেশটিতে এখনো সেবা পরিচালনার অনুমোদন পায়নি স্টারলিংক প্রতিষ্ঠানটি।

ব্যবসা সম্প্রসারণ করতে গিয়ে স্পেসএক্স সবসময়ই সাদর আমন্ত্রণ পাচ্ছে এমনটি নয়।

চলতি মাসে প্রথম দিন ভারতে ব্যবসায় পরিচালনার জন্য নিবন্ধন নিয়েছে স্পেসএক্স। সেদিন থেকেই প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে কোম্পানিটি। তবে এখন পর্যন্ত সেবাটি চালুর অনুমোদন পায়নি ইলন মাস্কের কোম্পানিটি।

শুধু প্রি-অর্ডার বন্ধের নির্দেশনা দিয়েই ক্ষ্যান্ত হয়নি ভারত সরকার। অনুমোদন না পাওয়া পর্যন্ত স্টারলিংকের সেবা গ্রহণে সাইনআপ করতে দেশটির জনগণকে নিরুৎসাহিত করেছে। ২০২২ সালের মধ্যে ভারতে দুই লাখ স্টারলিংক গ্রাহক অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্পেসএক্স। নভেম্বরের প্রথম দিনেই পাঁচ হাজারের অধিক প্রি-অর্ডার হয়েছে। উল্লেখ্য, বর্তমানে বিশ্বের ২১টি দেশে চালু রয়েছে স্টারলিংক। যদিও অধিকাংশ দেশেই পাবলিক বেটা টেস্ট হিসেবে সেবাটি চালু করা হয়েছে।

Pin It