নতুন সিইসি ও কমিশনারদের বরণে প্রস্তুতি শুরু

image-520643-1644944492

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের বরণ করতে কমিশন সচিবালয় প্রস্তুতি শুরু করেছে। এরই অংশ হিসাবে বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনারের কার্যালয় নতুন করে সাজানো হচ্ছে। বিদায়ী সিইসি কেএম নূরুল হুদা ও চার কমিশনারের নামফলকও সরিয়ে ফেলা হয়েছে।

এদিকে নূরুল হুদা কমিশনের বিদায়ের পর ইসি সচিবালয়ে নীরবতা লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সরেজমিন আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ চিত্র দেখা গেছে। নতুন নির্বাচন কমিশনারদের অনুসন্ধানে সার্চ কমিটি কাজ করছে।

পাঁচ বছর পূর্ণ করে সোমবার বিদায় নিয়েছে কেএম নূরুল হুদা কমিশন। মঙ্গলবার থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্য কমিশনারদের পদ শূন্য রয়েছে। তবে সাচিবিক কাজ পরিচালনা করছেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকারসহ অন্য কর্মকর্তারা। নির্বাচন ভবনে ভোটার দিবস উদযাপন প্রস্তুতি সংক্রান্ত বৈঠকও মঙ্গলবার হয়েছে। এটির আয়োজন করেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা।

আগারগাঁও নির্বাচন ভবনে দেখা গেছে, সিইসির কক্ষের দরজার সামনে ‘কেএম নূরুল হুদা, প্রধান নির্বাচন কমিশনার’ লেখা ফলক সরিয়ে ফেলা হয়েছে। অন্য কমিশনারদের নামফলকও সরিয়ে ফেলা হয়েছে। ইসির ওয়েবসাইট থেকে সিইসিসহ অন্য কমিশনারদের নাম মুছে ফেলা হয়েছে। তাদের ব্যবহৃত পাজেরো গাড়িও ফিরিয়ে আনা হয়েছে। নির্বাচন কমিশনার কার্যালয়গুলো নতুন করে রঙ করা হচ্ছে। আসবাবপত্র সাজানো হচ্ছে।

জানা গেছে, সোমবার ইসি সচিবালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে রাতে সরকারি গাড়িতে করে বাসায় ফেরেন সিইসিসহ অন্য কমিশনাররা। তাদের পৌঁছে দিয়ে গাড়ি ইসি সচিবালয়ে চলে আসে। অন্য সময়ও রাতে গাড়ি ইসি সচিবালয়ে থাকলেও চাবি থাকত প্রত্যেক চালকের কাছে। তবে এখন গাড়ির চাবি ইসির পরিবহণপুলে জমা দেওয়া হয়েছে। এ ছাড়া সিইসিসহ কমিশনাররা এখতিয়ারভুক্তভাবে পরিবারের ব্যবহারের জন্য যে প্রাইভেট কার পেতেন সেটাও মঙ্গলবার ইসি সচিবালয়ে ফেরত আনা হয়েছে। এগুলোও পরিবহণ পুলের নিয়ন্ত্রণে আছে।

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচন সংক্রান্ত কাজের সিদ্ধান্ত কমিশন থেকে হয়ে থাকে। আমাদের দাপ্তরিক দায়িত্ব পালনে কোনো সমস্যা নেই। তবে যেসব সিদ্ধান্ত পেন্ডিং ছিল তা সোমবার গভীর রাত পর্যন্ত করে শেষ করা হয়েছে। সেই অর্থে এখন কোনো কাজ নেই।

Pin It