রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের চতুর্থ দিনে এসে বেলারুশের মধ্যস্থতায় শান্তি আলোচনার একটি উদ্যোগ জোর পেয়েছে।
বেলারুশ সীমান্তের গোমেল এলাকায় স্থানীয় সময় সোমবার সকালে এ বৈঠক হবে বলে ইউক্রেইনের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ইভগেনি ইয়েনিন জানিয়েছেন।
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার এক বিবৃতিতে বলেছেন, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে এ বিষয়ে তার টেলিফোনে কথা হয়েছে।
“আমরা একমত হয়েছি যে, ইউক্রেইনের প্রতিনিধি দল বিনা শর্তে ইউক্রেইন-বেলারুশ সীমান্তে প্রিপায়াত নদীর কাছে রাশিয়ার প্রতিনিধি দলের বৈঠকে বসবে।
“আলেকজান্ডার লুকাশেঙ্কো দায়িত্ব নিয়েছেন, ইউক্রেইনের প্রতিনিধি দলের যাওয়া, আলোচনায় অংশ নেওয়া এবং ফেরার পুরো সময়ে বেলারুশে থাকা সব যুদ্ধ বিমান, হেলিকপ্টার ও মিসাইল সিস্টেমকে নিশ্চল রাখা হবে।”
রুশ প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কির বরাত দিয়ে বার্তা সংস্থা তাস জানিয়েছে, সে দেশের প্রতিনিধি দল ইউক্রেইনের সঙ্গে আলোচনার জন্য ইতোমধ্যে বেলারুশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গোমেলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট র জেলেনস্কি প্রথমে বেলারুশের মিনস্কে শান্তি আলোচনায় বসার প্রস্তাবে রাজি ছিলেন না। তবে অন্য কোনো জায়গায় আলোচনায় বসতে আপত্তি নেই বলে জানিয়েছিলেন। সম্ভাব্য স্থান হিসেবে তিনি ওয়ারশ, বাতিস্লাভা, বুদাপেস্ট, ইস্তাম্বুল ও বাকুর নাম বলেছিলেন সে সময়।