সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছে বিসিবি

image-528984-1646844836

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে দক্ষিণ আফ্রিকা সফর সাকিব করবেন কিনা এনিয়ে জল কম ঘোলা হয়নি।

একদিকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, সাকিব সফর করবেন। অন্যদিকে দুবাই যাওয়ার আগে সাকিব বললেন তিনি যাচ্ছেন না।

এবার সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বুধবার বিকেলে বিসিবি সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সভায় বসেছিলেন বোর্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এই সভাতেই সাকিব আল হাসানকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন, বিদেশ যাওয়ার আগে সাকিব বলে গিয়েছিল মানসিকভাবে সে অবসাদগ্রস্ত। শারীরিকভাবেও খুব ভালো অবস্থায়। আমি ওকে বলেছিলাম, কয়েকটি দিন চিন্তা করে দেখ। দুই দিন সময় নাও। যেহেতু দুই দিন পেরিয়ে গেছে, আমি আজ ওকে কল দেই। সে এখনো বলছে যে শারীরিক ও মানসিকভাবে আনফিট। এজন্য দক্ষিণ আফ্রিকা সফরেই আর যেতে চাইছে না সে। ’

তিনি আরও বলেন, ‘বোর্ড সভাপতির সঙ্গে বসেছিলাম। ওখানে আমাদের আরো অনেকেই ছিলেন। সাকিবের কথা ভেবে আমরা ঠিক করেছি ওকে বিশ্রাম দেওয়া দরকার। তাই ৩০ এপ্রিল পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে ওকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তটি সাকিবকেও জানিয়ে দেওয়া হয়েছে। ’

এই বিশ্রামের আওতায় একই সময়ে অনুষ্ঠেয় ঢাকা প্রিমিয়ার লিগও (ডিপিএল) পড়বে কিনা, সে বিষয়ে অবশ্য স্পষ্ট কোনো জবাব দেননি জালাল। ১৫ মার্চ থেকে শুরু হতে যাওয়া ডিপিএলে মোহামেডানের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব। ’

এদিকে জালাল আরও জানান, সাকিব আগামীকাল রাতে দুবাই থেকে ঢাকা ফেরার পর পরশু আলোচনায় বসবেন বিসিবির কর্মকর্তারা। সেখানে সাকিবের কাছে বিসিবি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইবে।

Pin It