দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে বাড়তি দামে কেনার প্রস্তুতি রাখার কথা বললেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
মঙ্গলবার ঢাকার একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও এফবিসিসিআই আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির সভায় একথা বলেন তিনি।
এনবিআর চেয়ারম্যান মুনিম বলেন, “ভোক্তাদের মানসিক প্রস্তুতি থাকতে হবে, মার্কেট প্রাইস বাড়ার সাথে সাথে অতিরিক্ত মূল্য দিয়ে পণ্য কিনতে হবে।”
দেশে ভোজ্য তেলসহ নিত্যপণ্যের ঊর্ধ্বগতির মধ্যে মূল্যস্ফীতি গত ফেব্রুয়ারিতে ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক বাজারকে কারণ হিসেবে দেখানো হচ্ছে।
ভোজ্য তেলের দাম কমাতে সম্প্রতি ভ্যাট কমিয়েছে সরকার। তবে এর ঠিক পদক্ষেপ নয় বলে মত দেন এনবিআর চেয়ারম্যান।
“মার্কেট প্রাইস যখন বাড়ে, আমরা তো বলি এটা উন্নয়নের জন্য দরকার,” মন্তব্য করে তিনি বলেন, “কোনো জিনিসের দাম যখন আন্তর্জাতিক বাজারে আসে (বাড়ে), তখন অনেকের কাছ থেকে এই দাবিটি আসে যে, দেশীয় বাজারে মূল্য কমিয়ে রাখার জন্য কর ছাড় দেওয়া হোক, রেভিনিউ ছাড় দেওয়া হোক।
“এটা দিয়ে কিন্তু সব সময় দেশীয় বাজার কমিয়ে রাখা যাবে না। বাজার যে রকম বাড়ে, সেই তুলনায় রেভিনিউ কিন্তু কমই থাকে। আমার মনে হয়, এটার জন্য অন্যান্য ম্যাকানিজমগুলো ব্যবহার করতে হবে।”
তবে এর পাশাপাশি করছাড় যতটুকু দেওয়া যায়, তা দেওয়ার কথাও বলেন তিনি।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় ব্যবসায়ীদের বিভিন্ন দাবি তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।
ব্যবসায়ীদের দাবিগুলো ‘যতদূর সম্ভব’ বাজেটে সন্নিবেশিত করার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।
ব্যবসায়ীদের ঘুষ-দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি বলেন, “কষ্ট হয়, অল্প সংখ্যক বিপথগামী কর আহরণকারী ও অল্প সংখ্যক বিপথগামী করদাতা পরিবেশ নষ্ট করে, সেই পরিবেশের দায় সাধারণভাবে সবার উপরে এসে পড়ে।”