করোনায় দেশে টানা চতুর্থ দিন কোনো মৃত্যু নেই

1647947098.covid

করোনাভাইরাস সংক্রমণে টানা চতুর্থ দিনের মতো দেশে কারো মৃত্যু হয়নি। এই সময়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৩।

রোববার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর ফলে করোনাভাইরাস সংক্রমণে দেশের মৃত্যুর সংখ্যা ২৯ হাজার এক শ’ ১৮ জনেই রয়ে গিয়েছে। অপরদিকে মোট ভাইরাস সংক্রমণের সংখ্যা বেড়েছে ১৯ লাখ ৫১ হাজার দুই শ’ ৮২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সাত হাজার নয় শ’ ৭১ট জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার ছিলো শূন্য দশমিক ৫৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৬৭৩ জন। করোনা থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৭ হাজার ৮০৪ জনে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Pin It